এমপি সেলিম ওসমানের রোগ মুক্তি কামনায় জাতীয় ছাত্র সমাজের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে এমপি সেলিম ওসমানের দ্রুত রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর চাষাড়া বালুর মাঠস্থ জাতীয় ছাত্র সমাজের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান আমাদের অভিভাবকের মত। আজকে তিনি অসুস্থ্য হয়ে বিদেশের মাটিতে চিকিৎসাধীন। আপনারা তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ্য হয়ে অতিদ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারনে। আপনারা দোয়া করবেন আমাদের প্রয়াত নেতা নাসিম ওসমানের জন্য। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।

এসময় উপস্থিত ছিলেন, ৭৪ সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের, পরিবহন শ্রমিক পার্টির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, জাতীয় ছাত্র সমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, যুগ্ম আহ্বায়ক ই¯্রাফিল হোসেন সোহাগ, মুরাদ হোসেন মুন্না, ওয়াহিদুল ইসলাম বন্ধন, মানিক আহম্মেদ মাসুম, মহানগরের আহ্বায়ক শাহআলম সবুজ, সদস্য সচিব ফয়সাল উল্লাহ, যুগ্ম আহ্বায়ক অলি আহম্মেদ, রুবেল হাসান, সোহেল, মেহেদি, জাবেদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত