নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের চোখে অস্ত্রপাচার করা হয়। ২৩ আগস্ট শুক্রবার বিকালে এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে নিশ্চিত করেছেন। সেই সাথে তিনি জানিয়েছে শুক্রবার দুপুর ২টায় এমপি সেলিম ওসমানের বাম চোখে অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমত এবং সকলের দোয়া সফল ভাবে অস্ত্র পাচার সম্পন্ন হয়েছে। আশা করছি উনি খুব দ্রুত সুস্থ্য হয়ে আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট গুরুতর অসুস্থ্য অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এমপি সেলিম ওসমান। ২১ আগস্ট তাঁর স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার তার বাম চোখে অস্ত্রপাচার করা হয়েছে।