নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কেউ যেন মাস্ক ছাড়া নদী পার না হয়– এমপি সেলিম ওসমানের এমন আল্টিমেটামের ২৪ঘণ্টার মধ্যে বাস্তবায়নে মাঠে নেমেছেন যুবলীগ নেতা খাঁন মাসুদ। গতকাল বন্দরে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এমপি সেলিম ওসমানের বক্তব্যের এক পর্যায় করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে খান মাসুদকে উদ্দেশ্য করে বলেছিলেন কেউ যেন মাস্ক ছাড়া নদী পাড়াপাড় হতে না পারে।
বুধবার (১৫ জুলাই) মাস্ক ছাড়া বন্দর ১নং সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে কাউকে শীতলক্ষ্যা নদী পাড় হতে দিলে না নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। বুধবার সকালে প্রায় ৫ হাজার মাস্কবিহীন কর্মজীবী ও সাধারণ মানুষকে ফ্রিতে মাস্ক তুলে দিয়েছেন যুবলীগের এই নেতা। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবিলায় নিজের ও পরিবারের জীবন রক্ষায় মাস্ক এবং হাত ধোঁয়ার বিষয় জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন তিনি।
মাস্ক বিতরণ সময় যুবলীগ নেতা খান মাসুদ বলেন, করোনা ভাইরাসের প্রাদুরর্ভাব সারা বিশ্ব গ্রাস করেছে। এই ভাইরাসে উন্নত দেশগুলোও অসহায়। কিছুতেই থামছেনা মৃত্যুর মিছিল। দেশের এমন ক্রান্তিলগ্নে শক্তভাবে চিকিৎসা সেবাসহ অসহায়দের পাশে দাঁড়িয়েছন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অদৃশ্য শক্তি করোনা ভাইরাস মোকাবিলা করে দেশ উন্নয়নে বাজেট পাশের মধ্যদিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের নেত্রী বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ মতে নারায়ণগঞ্জ ৫–আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমান ভাই নিজস্ব অর্থায়নে অসহায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থসহ ব্যপক সহোযোগিতা করেছেন তিনি।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন,বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, নেতা যুবলীগ নেতা মোঃ হোসেন, খোরশেদ আলম, মোঃ বাবু মোল্লা, আরিফুল ইসলাম হীরা, মিলন আহমেদ, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আরিফুল ইসলাম অপু, নুরুজ্জামান, আসিফ আলন, মোখলেস, আসিফ প্রধান, রাজিব, শেখ ফরিদ, নান্টু, অনিক, সাদ্দাম হোসেন, জীবন, নাসির, সোহাগ প্রমুখ।