এমপি খোকার সম্মানে সোনারগাঁবাসী সম্মানিত- আবু নাঈম ইকবাল

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ১ম যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় সাবেক রাষ্ট্রপতি ও জাপার চেয়াম্যান আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদ ও সোনারগাঁয়ের কৃত্বি সন্তান লিয়াকত হোসেন খোকাকে লাল গোলাপের শুভেচ্ছা ও বৃহত্ত্বর সোনারগাঁও বাসীর পক্ষ থেকে অভিন্দন জানিয়েছেন সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী সোনারগাঁও, ৫৭ নং ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র নেতা আবু নাঈম ইকবাল।

তিনি বলেন , চেয়াম্যান আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদ নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপির পদমর্যাদা বৃদ্ধি করে শুধু তাকে সম্মানিত করেননি তার সাথে সমগ্র সোনারগাঁওবাসীকে সম্মানিত করেছেন। বিগত প্রায় আড়াই বৎসর মেয়াদকালে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও বাসীর খেদমতে নিরলস ভাবে যে কাজ করেছেন তাতে করে সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির একটা শক্ত ভীত তৈরী হয়েছে। সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার জনসেবা ও উন্নয়ণ মূলক কর্মকান্ডের কারণে সোনারগাঁয়ের সাধারণ মানুষের মনে জাতীয় পার্টির গ্রহন যোগ্যতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে । অথচ বিগত আড়াই বৎসর আগে সোনারগাঁয়ে জাতীয় পার্টির কোন অস্তিত্বই ছিলোনা। সৎ ন্যায়পরায়ন, সাহসী উদ্দোমী ও পরিশ্রমী নেতা হিসেবে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার কোন তুলনাহীন।

আবু নাঈম ইকবাল আরো বলেন , সোনারগাঁ উপজেলার অভিবাভক হিসেবে লিয়াকত হোসেন খোকার প্রয়োজন ছিলো আরো অনেক আগে কারণ তার মতো নেতা যে এলাকার দায়িত্বে থাকবে সে এলাকার মানুষের সকল সমস্যা সমাধান হবে দ্রুত । উন্নত হবে এলাকার সকল কিছু। বিগত আড়াই বসর মেয়াদকালে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য তথা  সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা উন্নয়ণ মূলক যে সব কাজ করেছেন তা দেশ স্বাধীনের পর বিগত ৪৫ বৎসরেও  হয়নি।

সোনারগাঁও বাসীর পক্ষ থেকে আমি আবু নাঈম ইকবাল সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির  চেয়াম্যান আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদ সহ সোনারগাঁয়ের কৃত্বি সন্তান লিয়াকত হোসেন খোকা সফলতা , সুস্থতা ,উন্নতি সহ র্দীঘায়ু কামনা করি মহান রাব্বুল আল আমিনের দরবারে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত