এমপির দেয়া অনুদান বিতরণে কাউন্সিলর সুলতানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে এমপির দেওয়া অনুদান সঠিক ভাবে বিতরন হয়নি বলে অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিক সূূত্রে জানা গেছে, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের ৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নাসিক ২২নং ওয়ার্ড এলাকায় ১৭৮টি পরিবারের জন্য ৩ হাজার ৫ শত ৬০ কেজি চাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিল সুলতান আহম্মেদের কাছে অনুদান দেন। এমপির দেওয়া ১৭৮টি পরিবারের জন্য প্রদত্ত অনুদান সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না বলে জানান এলাকাবাসি।

এব্যাপারে ২২নং ওয়ার্ড আওতাধীন ২৫টি এলাকার একাধিক ব্যক্তির সাথে আলাপকালে তারা অভিযোগ করে বলেন, কাউন্সিল সুলতান আহম্মেদ প্রথম থেকেই ত্রান বিতরণে অনিয়ম ও দূর্নীতি করে আসছে। আমাদের এমপি মহোদয় আমাদের জন্য যে ৩ হাজার ৫শত ৬০ কেজি চাল অনুদান দিয়েছে তার এক কেজি চালও আমরা পাইনি। আমরা এমপি মহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি কাউন্সিলর সুলতানের বিরেদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য। সে এই বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছে। মনগড়া মুখ চেনা কিছু মানুষকে এ অনুদান দিলেও পায়নি অধিকাংশ মানুষ।

এব্যাপারে ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আমিরুল ইসলাম বলেন, সুলতানের কাছ থেকে আমার ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের এক জন নেতাকর্মীও এক কেজি চাল পায়নি। সে আওয়ামীলীগ সরকারের দেওয়া ত্রান বিএনপি জামাত করা লোকদের দিয়ে তার স্বার্থ হাছিল করছে। সরকারের নির্দেশ থাকলেও সে আমাকে কখনো জানায়নী কখন ত্রান আসে কখোন ত্রান যায়।

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি আবু জাহের বলেন, আমাদের এমপি মহোদয়ের দেওয়া ১৭৮ টি পরিবারে জন্য ২০ কেজি চালের বস্তা কাউন্সিলর সুলতানের কাছে দেই সঠিক ভাবে বিতরন করার জন্য। আমার কাছে অভিযোগ এসেছে সে সঠিক ভাবে এমপি মহোদয়ের অনুদান বিতরন করছে না।

এব্যাপারে ২২নং ওয়ার্ড কাউন্সিল সুলতান আহম্মেদের সাথে মুঠোফোনে কথা হলে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে এসব অভিযোগ অস্বিকার করে তিনি জানান, আমি এমপি মহোদয়ের অনুদান সঠিকভাবেই বিতরণ করেছি। এ অনুদান পেয়েছে প্রতিটি এলাকায় মসজিদের ইমাম ও খাদেম, কবরাস্থানের খাদেম, মন্দিরের পুরহীত, চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কমচারী। অনুদান নিয়ে অভিযোগ সত্যি নয়।

add-content

আরও খবর

পঠিত