নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : এবার নারায়ণগঞ্জ জেলায় মোটর সাইকেল বিক্রেতা হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন রাতুল মটর’স। গত ১লা নভেম্বর কক্সবাজার রয়েল টিউলিপ হোটেল কনফারেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে গোল্ডেন এওয়ার্ড গ্রহন করেছেন প্রতিষ্ঠানটির র্কণধার শেখ মো. ফারুক। সম্মাননা হিসেবে এ ক্রেষ্টটি হাতে তুলে দেন সনি র্যাংগস গ্রুপের চেয়ারম্যান আক্তারুজ্জমান, এমডি ইকরাম হোসেন, সিইও বিপ্লব কুমার রয়, বিজনেস হেড সামির ঘোষ।
জানা গেছে, সারা বাংলাদেশে ২৩০ জন ডিলার নিয়ে কক্সবাজারের বিলাস বহুল ওই হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করেন টিভিএস। যেখানে টপ টেন থেকে শ্রেষ্ঠ অর্জনকারীদের গোল্ডেন এওয়ার্ড প্রদান করা হয়। আর সেখানেই নারায়ণগঞ্জ জেলায় মোটর সাইকেল বিক্রেতা হিসেবে শ্রেষ্ঠ পুরস্কারটি পান রাতুল মটরস।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শেখ মো. ফারুক জানায়, এ অর্জন আমার না। এটা আমাার চার হাজার গ্রাহকেসেবীদের মাঝেই বিলিয়ে দিতে চাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল ক্রেতাদের। পাশাপাশি দোয়া চাই যেন ২০২১-২২ অর্থবছরেও আরো ভালো কিছু পাই। এছাড়াও আমরা সবসবয়ই প্রতিশ্রুতি দিয়ে থাকি ভালো সার্ভিস ও ভালো পার্টস দিয়ে ক্রেতাদের সেবা দিতে। যে আস্থার কারণেই সম্মানিত ক্রেতাগণ আমাদের সাথেই আছে। আগামীতেও থাকবে বলে প্রত্যাশা করি। কাস্টোমারই তো আমার ব্যবসায় অর্জনের মূল প্রতীক। আজীবন সেবা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম।
উল্লেখ্য, এরআগেও থাইল্যান্ডে বেস্ট হান্ড্রেড পারফোমেন্স এর কারনে এওয়ার্ড পেয়েছিলেন রাতুল মটরস। গত ২০১৯ সালের ১১ই মে থাইল্যান্ড এর দি এম্ভাসিডর হোটেলের কনফারেন্স রুমে তাকে এই পুরস্কার দেয়া হয়েছিল।