এবার র‌্যাবের জালে ধরা খেল ভুয়া ডাক্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাউদকান্দি ফার্মেসীতে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় গোপাল মন্ডল (৩১) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২রা ফেব্রুয়ারি ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ নিমাই কাশারী বাজার সংলগ্নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের কাছ থেকে তার নামে (ডাক্তার গোপাল মন্ডল) সম্বলিত চিকিৎসা সীলসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার গোপাল মন্ডল পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানাধীন চাঁদকাঠি এলাকার গৌরন্দ লাল মন্ডল এর ছেলে।

২রা ফেব্রুয়ারি বুধবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার গোপাল মন্ডল দীর্ঘদিন যাবৎ তার নামে চিকিৎসা সীল এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ব্যবহার করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে। সে রোগীদের সহিত মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। ভুয়া ডাক্তারদের দৌরাত্ম বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত