এবার মেয়র পদে মনোয়নপত্র নিলেন গিয়াস উ‌দ্দিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে মনোয়নপত্র নিলেন নারায়ণগঞ্জ আসনে বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন। তার পক্ষে ১২ই ডিসেম্বর রবিবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নারায়ণঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম। বিএনপির এই সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।

উল্লেখ্য, এর আগে গত ৫ই ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান সাধারণ সম্পাদক এটিএম কামাল মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারাও বলেছেন, মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। এখন দল যা সিদ্ধান্ত দিবে তা মেনে নিবো। এদিকে বিএনপি নাসিক নির্বাচনে অংশ নিবে কি নিবে না তা এখনো পরিস্কার করেনি।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। নারায়ণগঞ্জের ২৭ টি ওয়ার্ডে এবার ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত