এবার নারায়ণগঞ্জে পরীক্ষার্থী ৩৪ হাজার ২১৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার  নারায়ণগঞ্জ  জেলা থেকে  ৩৪ হাজার ২১৮ জন  শিক্ষার্থী অংশগ্রহন করবে। এদিন জেলার ২৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। জেলা প্রশাসকের শিক্ষা শাখার উচ্চমান সহকারি মো. হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ টি কেন্দ্রে ১৫ হাজার ৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। এবং অন্যান্য উপজেলা থেকে ৩০ টি কেন্দ্রে ১৯ হাজার ১শ ৬৭ টি পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। তার মাঝে ৩০ হাজার ২শ ৬৩ এসএসসি শিক্ষার্থী ২৭ কেন্দ্রে , ২ হাজার ৫শ’৩১ দাখিল পরীক্ষার্থী ৭ কেন্দ্রে ও ১ হাজার ৪শ ২৪ ভোকেশনাল শিক্ষার্থী ১০ কেন্দ্রে পরীক্ষা দিবে। পরীক্ষা শুরু হবে সকাল দশটায় যা ৩ টা ঘন্টা চলবে।

উল্লেখ্য, সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩ ফেব্রুয়ারি এসএসসি সমমনা পরীক্ষা শুরু  হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।

add-content

আরও খবর

পঠিত