এড. সাখাওয়াত ও আনোয়ারকে জিয়া আইনজীবী পরিষদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন শহীদ জিয়া আইনজীবী পরিষদ নেতৃবৃন্দরা। শহীদ জিয়া আইনজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির ঘোষণা হওয়ায় ১২ই মার্চ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় ফুলের তোড়া দিয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া আইনজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাড. সুমন মিয়া, সেক্রেটারি জাহিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল মল্লিক শিপলু, জেলা আইনজীবী সমিতির সমাজসেবা সম্পাদক শারমিন আক্তার, যুব আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. শেখ আনজুম আহমেদ রিফাত, সদস্য সচিব অ্যাড. মো. রাসেল মিয়া, যুগ্ম আহবায়ক অ্যাড. মো. ফজলুর রহমান ফাহিম, অ্যাড. রাজিব মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৫ মার্চ ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় ১২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাছুদুর রহমান তরফদার মিলন।

নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রোকন উদ্দীন, সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, মাহাবুব আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে শারমীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, নুরুল কাদির সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে মোজ্জামেল মল্লিক শিপলু, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নয়ন ঢালী, দপ্তর সম্পাদক আমেনা প্রধান শিল্পী ও প্রচার সম্পাদক পদে হাফিজুর রহমান মাসুদ নির্বাচিত হয়েছেন।

add-content

আরও খবর

পঠিত