নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উদযাপনের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রদান করেছেন এডুকেশন নিউজ। মঙ্গলবার (২৯ জানুয়ারী ) বিকেল সাড়ে ৩ টায় আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশগ্রহণকারী প্রতিযোগি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।
প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী বলেন, সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে এডুকেশন নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। আজকের শিক্ষার্থীরাই তাদের পরিধি দিয়ে আগামী দিনে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে। তারা ক্ষুদ্র মস্তিস্ককে কাজে লাগিয়ে মেধা ও দক্ষতা দিয়ে সৃজনশীল চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে দেশে বিপ্লব ঘটাবে বলে আশা করি।
বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম রতœার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন নিউজ এর সম্পাদক ও মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম,এ মান্নান ভুঁইয়া ও সাপ্তাহিক তথ্য পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম আরজু।
এডুকেশন নিউজ এর প্রকাশক নূর মোহাম্মদ বাবু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শিশু কিশোর ও তরুন সমাজ নিয়ে বহুদুর এগিয়ে যেতে চাই। সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, এডুকেশন নিউজ শিক্ষার্থীদের জন্য একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১১ জন বিজয়ী এবং কুইজ প্রতিযোগিতা ৩১ জন বিজয়ীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় ক্রেস্ট গ্রহণ করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী সৈয়দা সুমাইয়া হাসান, খিরত আলী আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী সায়মা ও মালিহা সহ বিজয়ী অন্যান্য শিক্ষার্থীগন।