নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : আড়াইহাজার থানার নাশকতার একটি চলমান মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট (প্রথম আদালত) মো. আফতাবুজ্জামান এর বিচারিক আদালতে আড়াইহাজার থানা – ১৪(১০)১৩ এই মামলাটির চার্জ গঠন করা হয়।
মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ও মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, অ্যাডভোকেট তরিকুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আলমঙ্গীর হোসেন।
আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, জুয়েল আহম্মেদ, রুহুল আমিন, জাকির হোসেন, মফিজুল ইসলাম, মোস্তফা, মামুন মাহমুদ প্রমুখ।