এক সেকেন্ড সময় দেওয়া হবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট হতে দেব না। ব্যবসায়ীরা ভয়ে দিন কাটাবেন, গণমাধ্যম কর্মীরা সত্য লিখতে পারবেন না-এমন নারায়ণগঞ্জ হতে দেয়া হবে না। আমাদের নেতাদের যদি ইচ্ছা করে কোনো ঝামেলায় জড়ানোর চেষ্টা করা হয় তাহলে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। শনিবার (৬ এপ্রিল) বিকেলে শহরের ইসদাইর এলাকায় বাংলাভবন কমিউিনিটি সেন্টার মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জরুরি কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগুনের কয়লায় কেউ খোঁচা দিয়েন না। স্ফুলিঙ্গ শুরু হলে কিন্তু আমার নেতা-কর্মীদের কাউকে ঠেকাতে পারবেন না। নারায়ণগঞ্জ অগ্নিকুণ্ডে পরিণত হবে। এগুলি করে আমাকে কাবু করা সম্ভব না। কাউকে ব্যবহার করে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট এবং গণমাধ্যমের কণ্ঠরোধ না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শামীম ওসমান।

কর্মীসভায় নেতা-কর্মীদের হয়রানি বন্ধ না হলে গণপদত্যাগ করার ঘোষণা দিলে শামীম ওসমান তাদেরকে ধৈর্য্য ধারণ করে শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। তারপরেও জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বিষয়টি তিনি উপস্থাপন করবেন। আগামী দশ বারো দিনের মধ্যেই এর ফলাফল আসবে বলে শামীম ওসমান নেতা-কর্মীদের আশ্বস্ত করেন। একই সাথে তিনি কাউকে চাঁদা না দিতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু,  ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক, সাধারন সম্পাদক এম এ মান্নান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত