নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস বার্তা ) : দীর্ঘ ৯ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে গেইলদের ১৮ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় উপহার দিয়েছে মাশরাফি বাহিনী।
অথচ কয়দিন আগে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে কী লজ্জাজনক হারটাই না হেরেছে সাকিব-মুশফিকরা। আর ঠিক উল্টোটা ঘটেছে ওয়ানডেতে। কারণ, এবার যে নের্তৃত্বে ছিলেন কোটি টাইগার ভক্তের হৃদয়ের মণিকোঠায় বসবাস করা অদম্য যোদ্ধা মাশরাফি। যে বাংলাদেশ আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছে সেই বাংলাদেশের নের্তৃত্বে ফিরেই বিদেশের মাটিতে সিরিজ জয় এনে দিলেন মাশরাফি! হ্যা, এই সিরিজ বিজয় শুধু মাশরাফি ছিলেন বলেই সম্ভব হয়েছে।
যদিও দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কাছে গিয়ে হেরেছে টাইগাররা। না হলে তো হোয়াইট ওয়াশ হতো ক্যারিবীয়রা।
আর সিরিজে জয়ের পর সাক্ষাৎকারে মাশরাফি তো সব ক্রেডিট দিলেন ছেলেদের। তিনি তো এমনই। একেবারে অপ্রকাশযোগ্য, ব্যাখ্যাতীত।
তিনি বললেন, ক্রিকেট হচ্ছে একটা মানসিক গেম, তবে আমাদের ছেলেরা প্রথম ওয়ানডে থেকেই ঘুরে দাঁড়িয়েছে। যদিও দ্বিতীয় ওয়ানডেতে আমরা হেরেছিলাম, তবে ওই ম্যাচের পুরোটা জুড়েই আমাদের আধিপত্য ছিল।
সবাই ভাল ফর্মে আছে, তবে তরুণদের জেগে উঠতে হবে। আমাদের বোলাররা তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছে। এখন আমাদের টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বিশ্ব সেরা দল।