একদিনে করোনায় আক্রান্ত ২৪, নারায়ণগঞ্জে মোট ১০৭ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার): গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৪ জন সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০৭ জন রোববার (১২ এপ্রিল) দুপুরে কোভিড১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়

প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) এবং পরে হটস্পট হিসেবে চিহ্নিত করে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয় (অবরুদ্ধ) এপ্রিল রাতে মহামারী কোভিড১৯ এর কড়াল ছোবলে একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ এ নিয়ে শংকিত পুরো জেলা।

প্রসঙ্গত, ১১ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৮৩ জন, এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জন ১২ এপ্রিল নতুন ২৪ জন করোনা আক্রান্ত রোগী নাগঞ্জে বেড়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর রোববার পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ১৩৯ জন, মৃত্যু হয়েছে জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৩৪ জনের বলে জানিয়েছে আইইডিসিআর

add-content

আরও খবর

পঠিত