নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কনকনে শীতের প্রকোপে অসহায় মানুষগুলো যখন শীত বস্ত্রহীণ ঠিক সেই সময়ই সহায়তায় পাশে দাড়ালো প্রয়াত সাংদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। গতকাল বিকালে গাবতলী, ইসদাবইর সহ বিভিন্ন এলাকায় গরীব অসহায়দের জন্য শীত বস্ত্র দেয়া হয়েছে। এছাড়াও প্রায় দুই শতাধিক দৃষ্টি প্রতিবিন্ধি দুস্থ্য মানুষদের মাঝেএই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এব্যপারে আজমেরী ওসমান বলেন, শীতার্ত দরিদ্র ভাসমান মানুষের জন্য একটু উষ্ণতা দিতেই তাদের পাশে দাড়ানো। এই শীতে অসহায় ও গরীব মানুষেরা তাদের শীত নিবারনের জন্য কোন গরম কাপড় পাচ্ছেনা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও যাতে লাগব হয়, তাই যতটুকু পারছি তাদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছি। আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদের অনুরোধ করবো, শীত এখন প্রকট আকার ধারন করেছে। আপনারা এ সকল গরীব ও অসহায় মানুষদের পাশে যতটুকু সর্মথন আছে তা নিয়ে এগিয়ে আসুন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, উপজেলা পরিষদের সদস্য নুরজাহান, নাছির, সুমন, ডালিম, রুপু, প্রমুখ।