একটা লড়াই করব, যে লড়াই মানুষের সবকিছু পাবার লড়াই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি কাজের লোক। আমার দায়িত্ব হচ্ছে কাজ করা। আমার নির্বাচনী এলাকার পাশাপাশি আমি নারায়ণগঞ্জকে নিয়ে কাজ করছি। আরো অনেক কাজের পরিকল্পনা করে রেখেছি।  নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে, মেডিক্যাল কলেজ হবে। লিংক রোডে এর জন্য জায়গাও ঠিক করে রেখেছি। আমি এমন একটা লড়াই করব, যে লড়াই হবে মানুষের সবকিছু পাবার লড়াই। সোমবার (২৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লাা থানার লামাপাড়া এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দলীয় ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯ বছর আগে যখন তরুণ রাজনীতিক ছিলাম তখন অন্য কিছুর উপর ভরসা করে চলতাম। কথায় কথায় কোমরে হাত দিতাম। কিন্তু আল্লাহ আমাকে অনেক ধৈর্য্য শক্তি দিয়েছেন। আমি এখন ভরসা করি একমাত্র আল্লাহর উপর। আমাকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। আর কারো সাহায্য আমার দরকার নেই।

তিনি বলেন, শামীম ওসমান ওই লড়াকু বা যোদ্ধা নয় যে, এক লাখ লোক আমার পেছনে আছে সেই সাহসে আমি লড়াই করব। বরং আমি ওই লড়াকু, ওই যোদ্ধা, এক লাখ লোক মনে করবে আমদের সামনে শামীম ওসমান আছে। সেই সাহসে তারা লড়াই করবে।

শামীম ওসমান বলেন, শহরের ইসদাইর এলাকার এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম, কেন্দ্রীয় ইদগাহ ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের একটি অংশ জুড়ে আগামী ঈদুল ফিতরের এই বৃহৎ জামাতের আয়োজন করা হবে।  পৌনে দুই লক্ষ বর্গফুট এলাকা জুড়ে মদীনা শরীফের আদলে স্টিলের স্ট্রাকচার তৈরী করা হবে। সৌন্দর্যের দিক থেকেও হবে সবার কাছে প্রশংসনীয়।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শাহ্ নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

add-content

আরও খবর

পঠিত