নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের কলাগাছিয়ার নরপর্দি এলাকায় ২ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলায় বাড়ি ঘর ভাংচুর ও একই পরিবারের ৪ জন গুরুতর জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকালে আহত দিনমজুর আহাদ আলী মিয়া বাদী হয়ে চাঁদাবাজ সাদ্দাম, আক্তার সিজান ও মিশুসহ ৬ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪(৩)২০ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৮০/ ৩৫৪/ ৪২৭/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন চাঁদাবাজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চাঁদাবাজ সাদ্দামসহ বেশ কয়েকজনের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন আহতের ঘটনায় কলাগাছিয়ার ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সে সাথে নরপর্দি এলাকাবাসী অনতিবিলম্বে চাঁদাবাজ সাদ্দাম, মিশুসহ বাকি আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আসামিদের ধরতে আমরা অভিযান পরিচালনা করছি। যারা হামলার ঘটনার ঘটিয়েছে তারা পলাতক রয়েছে। অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, বন্দর উপজেলার নরপদি এলাকার আলী নুর মিয়ার ছেলে আহাদ আলী মিয়ার সাথে একই এলাকার জিয়াবুল ও তার ছেলে সাদ্দামসহ তার সাঙ্গপাঙ্গদের সাথে র্দীঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত কয়েকদিন ধরে আহাদ আলী মিয়ার শ্যালক আব্দুস সাত্তার মিয়া তার নিজস্ব জমি ভরাট করার জন্য ভেকু দিয়ে কাজ করছিল। এর ধারাবাহিকতায় গত ১৬ র্মাচ সন্ত্রাসী সাদ্দাম তার পিতা জিয়া বল একই এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে আক্তার হোসেন, মৃত নূর হক মিয়ার ছেলে এলার হোসেন তার ছেলে সিজান ও জিয়াবল মিয়ার অপর ছেলে মিশু জমি ভরাট ও পাড় করা বাবদ ২ লাখ টাকা দাবি করে। ওই সময় জমি মালিক অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বির্তক হয়।
ওই ঘটনার জের ধরে ২০ মার্চ (শুক্রবার) দুপুরে মামলায় উল্লেখিত চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আহাদ আলী বাড়িতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ব্যাপক তা-বলীলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও ৪ ভরি স্বার্ণালংকার ছিনেয়ে নেয়। ওই সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহাদ আলী (৫২) তার স্ত্রী জায়েদা বেগম (৪০) ছেলে প্রান্ত (১৮) মেয়ে সালামা বেগম (৩০) মারাত্মকভাবে জখম হন। আহতদের স্থানীয় এলাকায় জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।