এইচ.এস.সি শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যবহার করতে দিব না : নবাগত ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নবাগত জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, এইচ.এস.সি পর্যন্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দিব না। প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয় গুলো খেয়াল রাখতে হবে। ২৭ জুন  বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলা সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ সব কথা বলেন।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, কয়টি ছাত্র/ছাত্রী বলতে পারবে কয়জন ভাষা সৈনিকের নাম। স্বাধীনতা কি কেন মুক্তিযুদ্ধ হয়েছিল। ছাত্র/ছাত্রীদের গাছ রোপনের প্রবনতা বৃদ্ধি করতে হবে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশীদ, সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা ভূমি কমিশনার আফিফা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু জাহের প্রমুখ।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম আহাম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালাম, মুছাপুর ইউপি চেয়ারম্যান হাজী মাকসুদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীকে নিয়ে মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়  পরিদর্শন করেন।

add-content

আরও খবর

পঠিত