এইচ আইভি মুক্ত করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ বলেছেন, এইচ আইভি মুক্ত করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষাঙ্গনে ছাত্রদের মাঝে এইচ আইভির কুফল তুলে ধরতে হবে। বাচতে হলে জানতে হবে এই বিষয়টি আমাদের সকলের মধ্যে বিদ্ধমান থাকতে হবে। কোন কিছু গোপন করা যাবে না। গোপনে চলে গেলে সেটা আরও ঝুকিপূর্ণ হয়ে যায়।

রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারীদের জন্য এইচ আইভি প্রতিরোধে সমন্বিত কর্মসূচী পালনে কেয়ার বাংলাদেশ কনসোটিয়াম জেলার এডভোকেসি সভা করে। সিভিল সার্জন ডা. এহসানুল হকের সভাপত্বিতে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিনুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার ডেপুটি ডাইরেক্টর মো. ওমর ফারুক।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  অহিন্দ্র কুমার মন্ডল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আর.এমও ডা. মো. আসাদুজ্জামান ও জেলা তথ্য অফিসার মো. সিরাজ উদ দৌলা খান। অন্যান্যদের মধ্যে ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এম মান্নান ভূঁইয়া,  কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জি.এম জব্বার চিশতী, নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিনিধি মো. হাবিবুর রহমান ও মো. ইউসুফ আলী প্রধান, জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, বন্ধুর ম্যানেজার হুমায়ন কবীর সহ অন্যান্য এনজিও প্রধানগণ।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলাকে এইচআইভির জন্য ঝুকিপূর্ণ ঘোষনা করছে কেয়ার বাংলাদেশ সংস্থাটি। নারায়ণগঞ্জে প্রায় ৩৪ জনের এইচ আইভি রুগীর সন্ধান পেয়েছে।

add-content

আরও খবর

পঠিত