নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালিন সময় নকল করায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৯ এপ্রিল সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলাকালীন সময়ে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খান এদের বহিষ্কার করেন।
তিনি জানান, পরীক্ষায় অসদুপায়ের দায়ে সরকারী সফর আলী কলেজের ৭ জন, পাচঁরুখী বেগম আনোয়ারা কলেজের একজন ও হাজী বেলায়েত কলেজের ২ শিক্ষার্থী রয়েছে।
অপরদিকে একই দিনে পরীক্ষা শুরুর ২ মিনিট আগে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আইন ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করায় ৫জন বহিরাগতকে আটক করা হয়। পরীক্ষা শেষে মুচলেখার মাধ্যমে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়েছে।