এইচএসসি পরীক্ষার্থীদের স্বপ্ন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : বৃহস্পতিবার (৩ মে) বিকেল ৩টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বপ্ন হত্যার বিচার চাই ব্যানারে নারায়ণগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী ২০১৮ এর মানববন্ধনের আয়োজন করা হয়।

এইচএসসির বিভিন্নভাবে নির্দিষ্ট সময় নষ্ট হওয়াকে প্রতিকী স্বপ্ন হত্যা দাবি করে বিচার চেয়ে মানববন্ধন করেছে ২০১৮ সালের চলমান পরীক্ষায় অংশগ্রহণকারী নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। এসময় তারা ৬ দফা দাবি জানান।

এইচএসসি পরীক্ষার্থী আয়েশা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কদম রসুলকলেজের পরীক্ষার্থী জিসান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের রাবেয়া সুলতানা, মমতাজ আক্তার, সরকারি তোলারাম কলেজের সাইফ হাসান, নারায়ণগঞ্জ কলেজের সাকিব হৃদয়, ইসমাইল সীমান্ত প্রমুখ।

দাবিগুলো হলো-

১। ভুল প্রশ্নের জন্য নি:শর্ত নাম্বার দিতে হবে। ২। বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তিতে এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে নাম্বার যোগ শিথিল করতে হবে। ৩। এমসিকিউ ও সিকিউতে (৩-৫) গ্রেড মার্ক  দিতে হবে। যাদের ১ বিষয়ে অনুপস্থিত অর্থাৎ সামান্য দেরিতে আসার জন্য ঢুকতে দেয়া হয়নি তাদের অন্তত পাস মার্ক (৩৩%) দিতে হবে। ৪। আগামী বছর থেকে মান সম্মত রুটিন দিতে হবে। ৫। সকল বোর্ড পরীক্ষায় মানসম্মত ও নির্ভুল প্রশ্ন নিশ্চিত করতে হবে। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা নিয়ন্ত্রকদের অমানবিক আচরণ ও অকথ্য গালি পরিহার করতে হবে।

নারায়ণগঞ্জ কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাকিব হোসেন বলেন, চলমান এইচএসসি পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার নির্দিষ্ট সময় নষ্ট করা হয়েছে। যার মধ্যে কিছুদিন আগে বিদ্যুৎ ছিল না। এর জন্য ৩০ মিনিট চলে গেছে। কিন্তু সময় দেওয়া হয়েছে ১৫ মিনিট। আবার পরীক্ষা কেন্দ্রে পৌছাতে দেরি হওয়া সহ পরিক্ষা নিয়ন্ত্রকেরা বিভিন্ন ভাবে সময় নষ্ট করেছে। এসময় করণে প্রতিকী স্বপ্ন হত্যার বিচার দাবি করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত