নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ষ্টাফ রিপোর্টার): সু-শিক্ষিত জাতি গঠনে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে মানব কল্যাণ পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের পাঠানটুলি কবরস্থান রোডে স্থানীয় কমপ্লেক্সে এইচএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে সংবর্ধনা প্রদান করেছে।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক। তিনি বলেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে অংশীদার হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে এবং জীবনকে ভালোবাসতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। বিশেষ অতিথি জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খাঁন বলেন আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীদিনের উজ্জ্বল নক্ষত্র। তাই সকল শিক্ষার্থী খুব ভালো ভাবে মনযোগী হয়ে পরীক্ষা দিবে এবং ভালো ফলাফল করে বাবা-মা এবং শিক্ষকের ভাব মূর্তি উজ্জ্বল করবে।
ঢাকা আহছানিয়া মিশনের কো-অডিনেটর কামরান চৌধুরী বলেন, আমাদেরকে ঐক্যের ডাকে মানবতার সেবায় কাজ করতে হবে। সামাজিক কাজে বাধা বিপত্তি থাকবেই। তাই বলে কাজ বন্ধ করা যাবে না। আমাদের আন্তরিক হয়ে মানুষের পাশে দাড়াতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধান, জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, ষ্টার্ণফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার ইতি, আব্দুল আলি স্মৃতি সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা সার্চ, পাঠানটুলি পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, এনায়েত নগর জামে মসজিদ এর সহ-সভাপতি হাজী হারুন-অর-রশিদ, বায়তুল মামুর কবরস্থান জামে মসজিদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবু, সুরুভীর এরিয়া ম্যানেজার মাহামুদ হাসান, সোহার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম ডালি ও অপরাধ প্রতিরোধ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোমেন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে কাঠ পেন্সিল, রাবার, কলম, স্কেল, ফাইল, বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরিশেষে সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অগ্রদূত সংসদের সভাপতি হাফেজ মাওলানা শাব্বির আহমদ। সমাপনি বক্তব্যে চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া বলেন, বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতা মূলক ও শিক্ষা সহায়তা কার্যক্রম সবসময় চলমান আছে এবং থাকবে। কোন বাধা বিপত্তি আমাদের রুখতে পারবে না। এজন্য প্রশাসন সহ সকল মানুষের আন্তরিক সহযোগীতা প্রয়োজন।