নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এবার হানা দিয়েছে জেলা আওয়ামীলীগের থলিতে। মহানগর আওয়ামীলীগ সিটি এলাকার ওয়ার্ড কমিটির উপর গুরুত্ব না দিয়ে জেলা আওয়ামীলীগের অধিন্ত উপজেলা ভিত্তিক ইউনিয়ন কমিটি করার পায়তারা করছে। যা গঠনতন্ত্র পরিপন্থি। গত শনিবার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দের রাজ ঘাটে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় জেলার আওয়ামীলীগের কোন নেতাকে না জানিয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকান সাহাকে নিয়ে কর্মীসভা করে বির্তকের সৃষ্টি করেছে।
কর্মীসভায় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন অচিরেই মুছাপুরসহ বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে বলে ঘোষণা দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেন। এ সময় নেতা-কর্মীরা হতবাক হয়ে যান। প্রকৃত পক্ষে এ কর্মী সভায় বন্দর থানা আওয়ামীলীগের নেতা বা সভাপতি থাকার কথাছিল। কিন্তু জেলা বা থানা আওয়ামীলীগের কেউ ছিলেন না। এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ বলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বন্দর উপজেলা কমিটির অধিনে এবং যেহেতু এটি ইউনিয়ন সেটা জেলা কমিটির আওতাধীন। সেখানে মহানগর কমিটির কোন এখতিয়ার নেই কমিটি গঠন বা অনুমোধন দেয়ার। মহানগর কমিটির নেতারা অতিথি হিসেবে জেলা বা উপজেলা কিংবা ইউনিয়ন কমিটির অনুষ্ঠানে আসতে পারেন। ২০১২ সালে সংশোধীত আওয়ামীলীগের গঠনতন্ত্রে মহানগর ও জেলার কাঠামো কতটুকু তা উল্লেখ রয়েছে। গঠতন্ত্র মোতাবেক মহানগর আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন বা অনুমোদন দিতে পারেনা।
যদি মহানগর আওয়ামীলীগ এটা করে থাকে তা হলো গঠনতন্ত্র পরিপন্থি। মহানগর কিভাবে মুছাপুরে কমিটি গঠন করবে তা আমার বোধগম্য নয়। এটা তারাই ভালো বলতে পারবে।
এ ব্যপারে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার মোবাইল ফোনে ব্যবহৃত নাম্বারে কল দিলে (বিকেল ৫টা ৯ মিনিটে) তা বন্ধ পাওয়া যায়।