উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয় : বিবৃতিতে আজমেরী ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বন্দরে সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান পরিস্কার করেছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। ১৭ মার্চ  শুক্রবার রাতে্ গণমাধ্যমদে দেয়া এক বৃতিতে উপজেলার ফরাজিকান্দা এলাকায় ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়ার বিষয়ে আজমেরী ওসমানের সমম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। এছাড়াও তিনি দাবী করেছেন, নারায়ণগঞ্জে কোন কিছু ঘটলেই আজমেরী ওসমান নাম টা উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়।

বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, আমি আজমেরী ওসমান, আপনাদের স্নেহের একজন। আর আপনারা সাংবাদিক সমাজ হলেন জাতির বিবেক। আপনারা আছেন বিধায়ই, এ দেশ ও সমাজ সুশৃঙ্খল থেকে উন্নতির দিকে যাচ্ছে। তাই আপনাদের প্রতি এই সমাজেরই একজন হিসেবে রয়েছে অশেষ শ্রদ্ধা ও ভালবাসা।

তাছাড়া এটি নতুন নয়, আপনারা জানেন, আমি ও আমার পরিবারের সকলেই সাংবাদিকবান্ধব। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ করোনাকালসহ বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনারাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে পাশে থেকেছেন। কিন্তু বিভিন্ন সময়ই দেখা যায় একটি কুচক্রী মহলের ইন্ধনে প্রিয় নারায়ণগঞ্জকে অশান্ত করার পায়তারা করা হয়। যেখানে শ্রদ্ধেয় সাংবাদিক গুনিজনদেরকেও মিথ্যা ও ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। যা অধিকাংশ ক্ষেত্রে শ্রদ্ধেয় সাংবাদিকগণদের বিচক্ষণতার সাথে এড়িয়ে যেতেও দেখেছি।

তবে দু:খজনক হলেও সত্যি নগরীতে কিছু একটা ঘটলেই বিভিন্ন সূত্রকে মাধ্যম করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে দেয়া হয়। কোথাও কোথাও কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। যা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত মানহানিকর। সম্প্রতি বন্দরে ঘটে যাওয়া বিষয়ে আমাকে জড়ানোর চেষ্টা চলছে। যেখানে আমার সম্পৃক্ততা নাই। এমনকি আমার কোন উপস্থিতিও ছিল না। কারণ আমি কখনো এ ধরণের কর্মকান্ডকে সমর্থন করি না। অজান্তে কেউ কিছু ঘটালে আমার উপর দায় ফেলে দেয়া হয়, যা অনুচিৎ। আমাকে এই নগরীতে অনেকে পছন্দ করে, সে সুবাধে বিভিন্ন মিছিল-মিটিং কিংবা কেউ কেউ সেলফীতে ছবিও তুলে। তাই বলে তারা কিছু করলে সেটা আমার হাত রয়েছে তা ভাবা ঠিক নয়।

add-content

আরও খবর

পঠিত