উত্তর মাসদাইরে আর এস ক্লজেট উদ্বোধন করলেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ  বার্তা ২৪: আজ শুক্রবার (২৪নভেম্বর) বিকেলে ফতুল্লার ১২৭ উত্তর মাসদাইর (গভ:গার্লস স্কুলের অপরপাশে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আর.এস ক্লজেট নামে ওমেন ক্লথিং শো-রুম উদ্বোধন করা হয়েছে। ফিতা ও কেক কেটে শো-রুমটি শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

 

ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রেস,বুটিক্স কালেকশন টুপিস,ওয়ান পিস,ব্যাগসহ মহিলাদের ব্যবহৃত নানা রকমের পোশাক মূল্যে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

 

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম চেঙ্গিস,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আহসান উল্লাহ, শো-রুমের কর্নধার শারমিন সুলতানা,নিজাম উদ্দিন রতনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত