নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব, অসহায় দু:স্থ মানুষদের মাঝে কাপুড়াপট্রি যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ই মে বুধবার সকালে উত্তর ইসদাইরে ৩০০ পরিবারের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ নেতা ও ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আলী আকবর।
অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সংগঠনটি গত করোনা শুরু থেকে সমাজ উন্নয়ন ও অসহায় মানুষের জন্য কাজ করছে আমি আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া করছি ও সার্বিকভাবে সহযোগিতা করার ঘোষনা করছি।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মোসরাফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল আউয়াল, জেলা যুবলীগ নেতা ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. রাজিব, সহ সভাপতি মো. আশিক, মো. শামিম, যুগ্ম সম্পাদক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সাজেন, প্রচার সম্পাদক মো. রতন, দপ্তর সম্পাদক মো. রবিন, কোষাধ্যক্ষ মো.রমজান আলী, সদস্য শিমুল, এরশাদ, লালন, সানি, শাহাদত, রনি, রাজন ও সোহাগ সহ প্রমূখ। এদিকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ পূর্বে সংগঠন ও সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।