নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রিয়নবী হজরত মোহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত মহান ১২ রবিউল আউয়াল সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের জন্ম ও ওফাত দিবস উদযাপন করছেন মুসলমানরা। ৪৪ তম ঐতিহাসিক জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুস মিছিল বের করা হয়েছে।
২১ নভেম্বর বুধবার সকালে শহরের শীতলক্ষ্যা এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস মিছিল বের করা হয়। জশনে জুলুস মিছিলটি বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী বলেছেন, রহমত পেয়ে খুশি উদযাপন করলে, নেকী হয়। আর যারা এই নেক কাজের বিরোধীতা করে তারা ইবলিশের উম্মত, তারা রসূলের উম্মত হতে পারেনা। যদি কোন মসজিদের ইমামও এর বিরোধীতা করে তাকে চের করে দেয়া আপনাদের ঈমানী দায়িত্ব। জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী করেছি। আমরা নেক কাজ করেছি। এটা আল্লাহর নির্দেশে করেছি।
বিশ্ব মানবতার শান্তির প্রতিক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:)। তিনি এই পৃথিবীর জমিনে তাশরিফ এনে সমাজ থেকে সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার দূর করে আল্লাহর দ্বীনকে কায়েম করে গিয়েছেন এবং পৃথিবীর জমিনে কেয়ামতের আগ পর্যন্ত তিনি তার আদর্শকে সমাজের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠতর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজকে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি এ কথা প্রমান করে আল্লাহর হাবীব ও তার আওলাদগণের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক নবী প্রেমে উব্দুদ্ধ হয়ে ইসলামের সঠিক রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তা প্রতিহত করে নবীল শান ও আজমতকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখবে। বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে শহরের জশনে জুলুস মিছিল শেষে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) মুসলমান ও প্রত্যেকটি মুমিনের জন্য পৃথিবীর সকল দিনের চেয়ে সবচেয়ে খুশির দিন। কারন এ দিনটি না আসলে আমরা তাওহিদ সর্ম্পকে জানতে পারতামনা। কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ্বম জাকাত কোন কিছুই আমরা পেতামনা এমনকি খোদার খোদায়িত্ব সৃষ্টি হতোনা। তাই এ দিনটি মমিনের জন্য ঈদের দিন। এই দিনে একমাত্র হয়েছিলো, অখুশি হয়েছিলো শয়তান। তাই যারা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী পালন করাকে বেদাত হারাম বলে তারা ইবলিশের অনুসারী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনকে বাধ্যতামূলক করেছেন।
তিনি আরো বলেন, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুস মিছিল বাংলার জমিনে প্রথম প্রতিষ্ঠা করেন পঞ্চদশ শতাব্দির মোজাদ্দেদ, আওলাদে রাসুল, ঈমামে রাব্বানী আবু নছর আল্লামা সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রাঃ)। তিনিই সাহাবায়ে একরামগণের আকীদায় বিশ্বাসী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত প্রথম এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় আল্লামা সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রাঃ) সংসদে কোরআন সুন্নাহের আলো প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বাজ করে যাচ্ছে। তাই আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গীবাদ মাদক, সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মোকাবেলা করার জন্য মহাজোটের হয়ে নির্বাচন করবে।
বক্তব্য শেষে জিকির আজগার, হামদ-নাত ও দুরুদ শরীফ পাঠ করা হয়। পরে মিলাদ-মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উদযাপন কমিটির সভাপতি একেএম আবু সুফিয়ান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান পীরজাদা আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী, যুব হিজবুর রসুল (সাঃ) কমিটির সভাপতি পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, মুফতি আলী আকবর, মুফতি সিরাজুল ইসলাম মনির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সভাপতি হাজ্বী মোঃ নূর ইসলাম, শাহাদাত হোসেন শ্যামল, আলহাজ্ব রাজু আহম্মেদ, ডা. আশিক মাহমুদ মিতুল, এম মনির হোসাইন, মোঃ শাহ নিয়াজুল ইসলাম নাঈম, বাইতুল ইজ্জত জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল বাসেদ ও প্রমুখ।