নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ইসদাইরে উন্নয়ন কমিটির মাদক বিরোধী অভিযানে দুইজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ অভিযানে অংশ নেয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় শতাধিক যুবক ও মহিলা। এসময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও টেঁটা উদ্ধার করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় চিহ্নিত মাদক বিক্রেতা মানিক। গতকাল তাদের দ্রুত বিচার আইনে ৪/৫ ধারায় হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল পুলিশের এসআই মোফাজ্জল।
গ্রেফতারকৃতরা হলো, উত্তর ইসদাইর আল-আমীনবাগ এলাকার হিরোইন ছামাদের ছেলে হিরা (৩৫), সহযোগী সৌরভ (৩৪)। তবে এরা গ্রেফতার হলেও অধরা রয়েছে অপরাধ কর্মকান্ডের মূলহোতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক। তার বিরুদ্ধে রয়েছে অপহরণ, ছিনতাই ও মাদকের একাধিক মামলা।
জানাগেছে, উচ্ছেদকৃত চাঁনমারী বস্তিতে থাকা অবস্থায় মাদক বেচাঁকেনা করেই গড়ে তুলে মাদক ব্যবসার বিশাল নেটওয়ার্ক। আর এতে সহযোগীতা করে আসছে একই পরিবারের পিতা হিরোইন ছামাদ ও তার ভাই হিরা এবং মুক্তার। মাদক ছিনতাইসহ নানা অপরাধ করে মানিক ইতোমধ্যে অনেক টাকার মালিক বনে গেছে। মাদক বিক্রির টাকায় উত্তর ইসদাইর আল-আমীনবাগ এলাকায় নিজ জমিতে ঘর নির্মাণ করে সে বসবাস করছে। এখানেও যুবসামজকে ধ্বংস করতে গড়ে তুলেছে মাদকের আকড়া। মাদক বেচাঁকেনা সহ সেবনের জন্যও ব্যবহার হচ্ছে এই ঘরটি।
স্থানীয় ও ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে ইসদাইর, মাসদাইর, চাঁনমারী, গাবতলীসহ শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। এছাড়াও তারা গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের লক্ষ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মূল্যবান সব কিছু ছিনিয়ে নেয়। মানিকের কাছে একটি অস্ত্র রয়েছে বিধায় বিভিন্ন সময় এলাকাবাসী ভয়ে মুখ খুলতে চায় না। পুলিশের হাতে কয়েকবার ধরা পড়লেও মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়। এই পরিবারটির অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। বর্তমানে ওই দুইজনকে গ্রেফতারে স্বস্তি পেলেও মানিককে দ্রুত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে।