ইসদাইরে অগ্নিকান্ডে ৯টি দোকান ভুস্মিভুত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের গাবতলী মোড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  ২৫ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ইসদাইর এলাকার সিটি করপোরেশনের মহা শ্মশানের পাশে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় দোকানের মালামাল সহ আসবাবপত্র পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মন্ডলপাড়া ফায়ার স্টেশন ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা ফায়ার স্টেশনের ফায়ার ম্যান মো. জাকারিয়া জানান, ভোর সাড়ে ৪টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা এতো ভয়ানক ছিল যে, আগুন নিয়ন্ত্রণের জন্য মন্ডলপাড়া থেকে আরো ৩টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় আগুনে ৯টি দোকান পুড়ে যায়। ফল, চা, খাবার, ইলেক্টিক সহ টং দোকান আগুনে পুড়েছে। একটা দোকান অন্যটার সঙ্গে লাগানো ছিল বলেই সব দোকানগুলো পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের অভিযোগ পাওয়া যায়নি।

 তিনি আরো বলেন, ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে তদন্তের পর আগুনের সূত্রপাতের সঠিক কারণ ও ক্ষতিপূরণ জানা যাবে।

add-content

আরও খবর

পঠিত