ইলেকট্রিক্যাল মালামালসহ ভূয়া সরকারি ঠিকাদার গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি ঠিকাদার পরিচয় দেয়া মো. ফখরুজ্জামান তপু নামের একজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নেত্রকোণার একটি দোকান থেকে হাতিয়ে নেওয়া দুই লাখ টাকা মূল্যের ইলেকট্রিক্যাল মালামালসহ শনিবার (২২ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তপু নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বড় বিনার চর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

এর আগে গত ২৮ মে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকার দোকান থেকে সে ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে যায়। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। নেত্রকোণার জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ নূর এ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তপুকে গ্রেফতারসহ হাতিয়ে নেয়া মালামাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ ও চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় ঘুরে-ফিরে তপু একই ফর্মুলায় বিভিন্ন দোকান থেকে মালামাল হাতিয়ে নিয়ে বিক্রি করে। এই কাজের জন্য সে ভিন্ন ভিন্ন প্রাইভেটকার ভাড়া করেন বলেও জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত