ইফতার নিয়ে মানুষের পাশে দাঁড়ালো নবান্ন নারী ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র মাহে রমজান উপলক্ষে রান্না করা সুস্বাদু তৈরি ইফতার নিয়ে রোজাদার মানুষদের পাশে দাঁড়ালো নবান্ন নারী ফাউন্ডেশন। রমজানের ৫ম দিন ৭ই এপ্রিল বৃহস্পতিবার বাদ আসর থেকে মাগরিব এর আগ পর্যন্ত নবীগঞ্জ খেয়াঘাটে নিম্ন আয়ের মানুষ, অসহায় দু:স্থ মানুষ, দোকানদার, রিকশা চালক সহ বিভিন্ন পেশার রোজাদার মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

এদিকে, গত ৪ঠা এপ্রিল সোমবার দ্বিতীয় রমজান থেকে নবান্ন নারী ফাউন্ডেশন ইফতার বিতরণ এর কার্যক্রম শুরু হয়। এবং তাদের এই ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়েই চলবে।

এ বিষয়ে গণমাধ্যমকে নবান্ন নারী ফাউন্ডেশনের মহাসচিব সাবিহা মুবাশশির নিলয় বলেন, মানুষকে ভালোবাসলে সৃষ্টি কর্তার রহমত পাওয়া যায়। সেই সাথে আমি নিজেও আত্ম তৃপ্তি পাই। যার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি নিম্ন অসহায়, দরিদ্র রোজাদার ও ভুখানাঙ্গা মানুষের মাঝে আমার সাধ্য মতো আহার সামগ্রী তুলে দিতে।

তিনি আরও বলেন, আমি মনে করি যারা মানুষের জন্য ভালো কিছু করতে চান তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসুন। নবান্ন নারী ফাউন্ডেশন ও এনএএন টিভির যৌথ উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।

নবান্ন নারী ফাউন্ডেশন এর উদ্যোগে ও এনএএন টিভির সার্বিক সহযোগিতায় রোজাদার মানুষদের মাঝে খাদ্য ও ইফতার বিতরণ কার্যক্রম প্রতিদিনই অব্যাহত রয়েছে। প্রতিদিন ন্যায় এন এ এন টিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকু ও ব্যবস্থাপনা পরিচালক এবং নবান্ন নারী ফাউন্ডেশনের মহাসচিব সাবিহা মুবাশশির নিলয় সহ এন এ এন টিভির সকল সাংবাদিক কলা কুশলিদের সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে রান্না করা খাবার এবং ইফতার নিয়ে নিজ হাতে প্যাকেট জাত করে তা সরেজমিনে গিয়ে নিজের হাতে রোজাদের মানুষদের বিতরণ করছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে নারীদের সংগঠন নবান্ন নারী ফাউন্ডেশন।

add-content

আরও খবর

পঠিত