ইপিজেড নিয়ন্ত্রণে ম‌তি বা‌হি‌নির সাথে ছাত্রদল নেতা সাগরের সখ‌্যতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সিদ্ধিরগঞ্জ সেক্টরের সকল অপরাধের নিয়ন্ত্রণ কাউন্সিলর মতিউর রহমান  মতি আওয়ামী লীগ সরকার পল্টি দেয়ার পর গা-ঢাকা দেয় পুরো বাহিনী নিয়ে। এরপরে ও থেমে নেই মতির ঘৃণ্য কর্মকাণ্ড ।

এবার কাঁচা টাকার গন্ধ ভুলতে না পেরে ফের পলাতক থেকেই মতি তার ভাগিনা ও বাহিনীকে নিয়ে ইপিজেড থেকে বেশ কয়েকটি পোশাক কারখানার ওয়েস্টিজ মালামাল নামাতে যাচ্ছেন মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর।

এবার পলাতক কাউন্সিলর মতির ভাগিনা মামুনের সহযোগিতায় ইপিজেডর বেশ কয়েকটি কারখানা গিয়ে হুমকি ধামকি দিয়ে ওয়েস্টিজ মালামাল নামিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রাকিবুর রহমান সাগর সিদ্ধিরগঞ্জ এলাকার গলাকাটা কাশেমের ছেলে। তার সখ্যতা বরাবরই কাউন্সিলর মতি বাহিনীর সঙ্গে। এবার তিনি কাউন্সিলর মতি বাহিনীকে নিয়ে আদমজী ইপিজেড নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি মতির স্থলাভিষক্ত সেকেন্ড মতি হতে চাচ্ছেন। সে লক্ষ্যে বিএনপি ও এর সহযোগি সংগঠনের কোনো নেতাকর্মীকে কিছু না জানিয়ে কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা মামুনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের নিয়ে গেল কদিন ইপিজেডে মহড়া দিয়েছেন।

আজ বুধবার (২৮ আগষ্ট) তারা অনেকটা জোরপূর্বকই অনন্ত অ্যাপারেলস থেকে ওয়েস্টিজ মালামাল নামানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন।এ নিয়ে বিএনপির একাধিক গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, রাকিবুর রহমান সাগর অনন্ত অ্যাপারেলস ছাড়াও সিমবা-১, সিমবা-২, সিমবা-৩, ডিএনডি এবং ইয়োকোহামা গার্মেন্টের ওয়েস্টিজ তাকে দেয়ার জন্য হুমকি ধামকি দিয়ে এসেছেন। তাকে সহযোগিতা করছেন কাউন্সিলর মতির ভাগিনা মামুন। মামুন ছাড়াও তার সঙ্গে আরও রয়েছেন মতি বাহিনীর পানি আক্তার ও মানিক মাস্টার গ্রুপের লোকজনও।

অন্যদিকে স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী সূত্রে জানা গেছে, সাগর বিএনপি ও সহযোহি সংগঠনের কোনো নেতাকর্মীকে কিছু না জানিয়েই ইপিজেড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তিনি মতি বাহিনীর লোকজনের সহযোগিতায় আরেকজন মতি হওয়ার চেষ্টা করছেন। এমন ঘটনায় দলটির অন্যান্য নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরণের কোনো সংঘাতের আশঙ্কা করছেন তারা।

add-content

আরও খবর

পঠিত