নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের প্রথম বামহাতি বোলার হিসেবে ৩০০ উইকেট লাভ করে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অরেঞ্জ আর্মিদের হয়ে সাকিব অভূতপূর্ব রেকর্ড গড়েন।
নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই তার বলে রোহিত শর্মা স্লিপে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়ার সাথে সাথেই সাকিব জন্ম দেন নতুন এক বিশ্বরেকর্ডের।
পাশাপাশি সাকিব একইসঙ্গে ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। ইতোমধ্যে সাকিব ৪ হাজার রান পূর্ণ করেছেন। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনীল নারাইন ও শহীদ আফ্রিদি। এবার তাদের কাতারে শামিল হলেন মি. অলরাউন্ডার।