নারায়নগঞ্জ বার্তা ২৪ : প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরের প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। গাড়ীটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মঞ্জুর কাদের পিপিএম নারাযনগঞ্জ বার্তা ২৪ কে বলেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রাইভেটকার হায়েস জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৪-১৫৩৪) নামে গাড়ীটি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পুলিশ জব্দ করে। গাড়ীটি জব্দ করার পর তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নিদিষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু দুই সপ্তাহ অতিক্রম করার পরও তিনি গাড়ির কোন কাগজপত্র জমা দেয়নি। প্রাইভেটকারটি বিদেশী ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের ব্যাক্তিগত কাজে ব্যবহার করার জন্য আমদানী করে। কাজ শেষে ওই গাড়ীগুলো প্রতিষ্ঠান দেশে ফিরিয়ে নেওয়ার নিয়ম থাকলেও তারা সেটাকে ফিরিয়ে না নিয়ে এ দেশে নামে মাত্র মূল্যে বিক্রি করে দেয়, যা বে-আইনি। কাগজপত্র ছাড়া গাড়ীটি ব্যবহার করা অবৈধ থাকলেও দীর্ঘদিন পুলিশের চোখ ফাকি দিয়ে গাড়টি ব্যবহার করে আসছিলেন। এ ব্যাপারে পিরোজপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নারায়নগঞ্জ বার্তা ২৪ কে জানায়, পুলিশ গাড়িটি জব্দ করেনি। আমার কাছ থেকে চালানোর জন্য নিয়েছে।