আ.লী‌গের আ‌ন্দোলন সংগ্রামের স‌ক্রিয় কর্মী রাসেলকে মূল্যায়‌নের দা‌বি সর্মথক‌দের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামী লী‌গের আ‌ন্দোলন সংগ্রামের স‌ক্রিয় কর্মী রা‌সেদুল হক রাসেলকে মূ্ল্যায়‌নের দাবী জা‌নি‌য়ে সর্মথক‌দের আ‌বেগঘন মন্তব্য দেখা গে‌ছে। সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যা ইতোম‌ধ্যেই ব্যপক ভাইরাল হ‌য়ে‌ গেছে।

শখ জালাল উদ্দিন না‌মে একজন ইউজার পোস্টে লি‌খে‌ছেন, অচিরেই জেলা কমিটি শুরু হবে, জননেত্রী মানবতার মা ( বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ) দলের সিন্ধান্ত অনুযায়ী ঘোষণা করলেন। আমি নগণ্য একজন ক্ষুদ্র মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান করে বলতে চাই। জেলা কমিটির মধ্যে কঠোর আন্দোলনকারি দুর্দিনের আওয়ামিলীগ কর্মীদের মুল্যায়ন যৌক্তিক সিন্ধান্ত পোষণ করবেন বলে আশাবাদ। নারায়ণগঞ্জ আওয়ামিলীগ সংগ্রামের এক নক্ষত্রের নাম না বললেই না, রাশেদুল হক রাসেল (হৃদয়)১৯৮৯ এর ডিসেম্বর মিরপুর ১ বেঙ্গল মিডিয়াম হাই স্কুলের মাঠে শহীদ মিনার ভাঙ্গা কে কেন্দ্র করে অসহযোগ ছাত্র আন্দোলনের অগ্নিঝরা রাজপথ থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনিতির সাথে জড়িত. ১৯৯০ এরশাদ পতন আন্দোলন, ১৯৯৫ সালে নারায়নগঞ্জের প্রাণ পুরুষ জননেতা নাসিম ওসমান নারায়নগঞ্জে রাজনীতিতে নিয়ে আসেন বাপ দাদার বাড়ি নারায়নগঞ্জে বলে। রবিবার (৫ মে )সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি আরো লিখেন, নারায়নগঞ্জের উদীয়মান ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ এর সাথে বন্ধুত্ব অসহযোগ আন্দোলন রাজনীতিতে সক্রিয়ভাবে আওয়ামী লীগের সুদিন ফিরিয়ে নিয়ে আসার প্রয়াস। বিএনপি ক্ষমতায় আসার পরে দেশ ত্যাগ ও করতে বাধ্য করা হয়েছে। দীর্ঘ ত্যাগের বিনিময়ে দলের সিন্ধান্ত দুর্দিনের কর্মী হিসেবে তাকে সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির পদ দেওয়া সে ছিলো হাস্যকর! দীর্ঘ সময়ের স্থগিত জেলা কমিটির কার্যক্রম শুরু হওয়ার আগে আওয়ামী বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ভাবা উচিৎ দুর্দিনের নক্ষত্রের দিকে নজর রাখা। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ টিকিয়ে রাখতে শামীম ওসমানের সাচ্চা কর্মী তৈরি করতে হলে তাদের মুল্যায়নের বিকল্প নাই।

তিনি লিখেছেন, রাসেদুল হক রাসেল কে জেলা কমিটির পদে রাখার অনুরোধ করবো, উর্ধতন কর্মকর্তার পাশাপাশি গণ মানুষের নেতা একে এম শামীম ওসমান এমপি বর্তমান সারা বাংলাদেশের আওয়ামী প্রাণ, আওয়ামিলীগ আদর্শিক সাহসী নেতাকে। আগামীতে জেলা কমিটিতে বক্তাবলির কৃতি সন্তান রাসেদুল হক রাসেল কে দেখতে চাই। সেখানে বঙ্গবন্ধুর ডাক সেখানেই হাজির।

ওই পোস্টে মো. মতিন আর্ট নামে এক ফেসবুক ইউজার মন্তব্য লিখেছেন, সঠিক সময়ে সঠিক উপস্থাপনের জন্য ধন্যবাদ, শখ জালাল উদ্দিন।

আব্দুল্লাহ আল ইমরান লিখেছেন, সময়ের দাবি তৃনমূলের।

শেখ আব্দুল হাকিম লিখেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিকদের মুল্যায়ন করা হোক।

সুলতান হোসেন লিখেন, যেই দেশে তেল মাইরা নেতা হওয়া যায় সেখানে, রাসেদুল ভাই রাসেলরা পিছিয়ে থাকে, কারণ সে তেল মারা যানে না।

add-content

আরও খবর

পঠিত