আ.লীগ নেতা মজিবুর রহমানের ভবনে শিশু শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় একটি পোষাক কারখানা থেকে মুন্নি (১৫) নামে এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১লা আগস্ট) দুপুর পৌনে ২টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের মালিকাধীন ভবনে ঘটনাটি ঘটে।

ঐ শিশু শ্রমিক ১ লাখ ৩২ ভোল্টের (১৩২ কেভি) বৈদ্যুতিক তারের স্ফুলঙ্গে ঝলসে গিয়ে নিহত হয়েছে বলে কারখানার কর্তৃপক্ষ দাবি করছেন। এ ঘটনায় সোভা আক্তার (১৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছে। নিহত মুন্নি (১৫) লক্ষীপুর জেলার রায়পুরের উত্তর চর আবাবীলের মৃত মনছুরের মেয়ে এবং সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্বপাড়া পাগলা বাড়ী এলাকার বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া।

এ ঘটনায় সোমা নামে অপর মেয়ে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার হঠাৎ বিকট শব্দ হলে মজিব ফ্যাশনের ঐ ভবনের ছাদে রলিংয়ের উপর ঝুলে থাকতে দেখা যায় মেয়েটিকে। পরে বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, বিদ্যুতের স্পর্শে মেয়েটির মৃত্যু হয়েছে। বিনা ময়নাতদন্তে তার পরিবার লাশ নিয়ে গেছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ছাদের উপর থেকে পানি ছুড়ে মারার কারনে বিদ্যুতের সংস্পর্শে মেয়েটির মৃত্যু হতে পারে।

এঘটনার পর থেকে ঐ ভবনে নিয়মিত যাতায়াত ছিল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় বেশ কিছু নেতা-কর্মীদের। সেই সাথে তারা সংবাদকর্মীদের বিভিন্ন ভূল তথ্য দেওয়ায় এ ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তিতে নিহত মুন্নির পরিবারের সদস্যদের সাথে কথা বলে ব্যক্তিগত তথ্য সম্পর্কে নিশ্চিত হয় উপস্থিত সাংবাদিকরা। তাছাড়া উপর থেকে নিষেধ আছে বলে ঐ ভবনের ঘটনাস্থলে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়নি প্রহরী। যার ফলে ঘটনাটি রহস্যজনকই রয়ে যাচ্ছে।

এছাড়া ঘটনার পর ঐ প্রতিষ্ঠানের কোন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুন্নি নিহতের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগতো দুরের কথা কেউ সহানুভুতিও জানাতে আসেনি বলে অভিযোগ মুন্নির পরিবারের।

নিহত মুন্নির মামা মো. নূর নবী বলেন, আমার ভাগ্নি মুন্নির খবর পেয়ে দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রতিষ্ঠানের কোন লোক আমাদেরকে শান্তনা দিতেও আসেনি।

add-content

আরও খবর

পঠিত