নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নাসিকের ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইসলাম পলুর ছেলেকে মসজিদে যাওয়ার জেরে মারধরের ঘটনায় কুখ্যাত রাজাকার রফিক এর পুত্র ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২রা মে রবিবার নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে মাকসুদ চেয়ারম্যানসহ ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা ইসলাম পলু। যার নং (১২৭)২১ইং। আসামীরা হলেন : মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন (৫০), বন্দর কুড়িপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রবিন (২২), বন্দর চাপাতলি এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে ইকবাল (৪৫), কুড়িপাড়া এলাকার মৃত আলীম মিয়ার ছেলে তাওলাদ (৫০)।
প্রসঙ্গত, গত ২৭ই এপ্রিল রাতে বন্দর হরিপুর চাপাতলী এলাকার বাসিন্দা আওয়ামীলীগ নেতা মো. ইসলাম পলুর একমাত্র ছেলে আল-আমিন (১৫) তারাবিহ নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে আল-আমিন মসজিদ থেকে বের হওয়ার কালে তার বাবা ইসলাম পলুর সাথে পূর্ব শক্রুতার জেরে তাকে এলোপাথাড়ি চড় থাপ্পড় মেরে গুরুতর জখম ও আহত করে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কুখ্যাত রাজাকার রফিকের ছেলে মাকসুদ হোসেন।
অভিযোগ উঠে এ সময় মাকসুদ চেয়ারম্যান বলেন, তুই ইসলামের ছেলে তোদের এ মসজিদে আসা নিষেধ, তোরা এই মসজিদে নামাজ পড়তে আসতে পারবি না, কেন এসেছিস। এই বলেই কিছু বুঝে উঠার আগেই তিনি আল-আমিনকে চড় থাপ্পড় মারা শুরু করে দেয়।
এ সময় উল্লেখিত রবিন, ইকবাল ও তাওলাদ হোসেন তাকে ফের মসজিদের আঙ্গিনায় দেখলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীরা এগিয়ে এলে চেয়ারম্যান বাহিনী তাকে ছেড়ে সটকে পড়েন।