নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মানুষ শান্তিতে থাকতে চায়। মানুষ চাঁদাবাজি, মাদক বিক্রি চায় না। সরকারি কর্মকর্তা রাস্তায় গাড়ি দাড় করিয়ে টাকা নেবে এটা মানুষ এটা দেখতে চায় না। মানুষ সুশাসন চায়। জাতির জনকের কন্যাকে ক্ষমতায় বসিয়েছি এখন আমরা বাড়ির দরজা খুলে ঘুমাবো, আমাকে কেউ বিরক্ত করবে না। বুধবার (২৭ মার্চ) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, আওয়ামী লীগ কোনো শক্তির ওপর ভরসা করে রাজনীতি করে না, নিজের পায়ের ওপর দাঁড়িয়েই রাজনীতে করে। আমরা চাওয়া-পাওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই। আমরা ক্ষমতার জন্য আসি নাই, বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে এসেছি।
তিনি বলেন, আমার কষ্ট লাগে যখন দেখি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, মামলা হয়, মোকদ্দমা হয় আর আমার এক শ্রমিকলীগ নেতা ও কাউন্সিলরকে হাতকড়া পরিয়ে কোর্টে নিয়ে যাওয়া হয়। আর প্রকৃত অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।
শামীম ওসমান বলেন, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেম্বার যেই হোক জনগণের প্রতিনিধিদেরকে কেউ অসম্মান করলে কিংবা চেষ্টা করলে কেউ প্রতিবাদ করুক আর নাই করুক আমি শামীম ওসমান প্রতিবাদ করবো। আপনারাও আমার সঙ্গে থাকবেন বলে আশা করি। জনপ্রতিনিধিদের সম্মান করতে হবে। জনপ্রতিনিধিদের সম্মান করতে না পারলে সে জনগণকে সম্মান করতে পারে না।
তিনি আরও বলেন, কে কোন দল করে সেটা দেখে লাভ নাই। সৎ নাকি দুর্নীতিবাজ সেটা আগে দেখতে হবে। এখন দেখি সব আমি এক্স এইটা, এক্স ওইটা, এই দল করতাম, ওই দল করতাম চালু হইয়া গেছে। এগুলোকে বলা হয় ভ্যাকিউম।
জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির প্রমুখ।