নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটর সাইকেলের ধাক্কায় ইসলাম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় আড়াইহাজার-গোপালদী সড়কের মার্কাজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম ফতেপুর ইউপির বগাদী এলাকার আব্দুল ছামাদের ছেলে এবং পেশায় রং মিস্ত্রী ছিলেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে।