নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ২১ অক্টোবর রবিবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয়রা লাশগুলো দেখে পুলিশকে খবর দেয়।
তিনি আরো বলেন, নিহত চার জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। এ কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।