আড়াইহাজারে ২ গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে পৃথক দুইটি ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাসেম শারমিনের লাশটি তার নিজ শোবার ঘর থেকে ঝুঁলন্ত অবস্থায় উদ্ধার করেন। পুলিশের দাবী পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

অন্যদিকে উপ পরিদর্শক (এসআই) রফিউদৌলা হাজেরা নামের অপর এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন । হাজেরা বিষাক্ত পর্দাথ সেবনে আত্মহত্যা করেছে বলে দাবী পুলিশের। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত