নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের অংশ হিসেবে ২১৬টি আশ্রয়হীন পরিবার ঘর পেয়েছে। যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে ঘর নির্মাণ উপখাতের আওতাভুক্ত প্রকল্পে ঘরহীন পরিবারকে সরকারী তহবিলে এ ঘর দেয়া হয়।
সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এসব ঘরের চাবি অশ্রয়হীন পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, পৌর মেয়র সুন্দর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছাঈদ মল্লিক প্রমুখ।