আড়াইহাজারে ১২০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াগহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলা এলাকা তারিকুল ইসলাম ডালি নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এসময় তার সঙ্গে থাকা দুই যুবক পালিয়ে যান।

বুধবার দুপুরে জেলা ডিবির ওসি এস এম আলমগীর হোসেন তথ্য নিশ্চিত  করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ১২০০ পিস ইয়াবাসহ আড়াইহাজারের ফতেপুর বগাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম ওই এলাকার আ. রউফের ছেলে। পলাতকরা হলেন, ওই এলাকার মো. হোসেন ও মো. সজীব মিয়া।

পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত