আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

নারায়গঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় রতন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) রাত ১০টায় স্থানীয় গোপালদী পৌরসভা এলাকার বাঁশপট্রি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রতন কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চরাইকুল খালপাড়া এলাকার মৃত ইউছূফ আলীর ছেলে।  সে গোপালদীর জৈনক সামসু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ফরিদ জানান, ধারণা করা হচ্ছে রাত ১০টার দিকে যে কোন এক গাড়ীর চাপায় পথচারী রতন নিহত হয়েছেন। তার শীরিরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত