নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে রুপা রানী দাস (২০) নামে এক গৃহবধূকে বালিশ চাপায় হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাজিবের বিরুদ্ধে। নরসিংদীর পাঁচদোনা এলাকার এক মেয়ের সঙ্গে পরকিয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে দাবি করছেন নিহতের স্বজনরা। ঘটনার পর সজিবকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। সে আড়াইহাজারের কলাগাছিয়ার ঋষিপাড়া এলাকার রাম কমল দাসের ছেলে। নিহত রুপা রানী নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ এলাকার গুবিন্দ চন্দ্র দাসের মেয়ে।
পাঁচ বছর আগে রুপার সঙ্গে সাজিবের বিয়ে হয়। তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল। হঠাৎ সাজিব নরসিংদীর পাঁচদোনা এলাকায় এক মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে শনিবার (২৩ মার্চ) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মারধরের এক পর্যায়ে রুপাকে বালিশ চাপায় হত্যা করা হয়। পরে সে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়। এলাকাবাসীর সন্দেহ হলে সজিবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, মনে হচ্ছে পরকিয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।