আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।  সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আটক যুবককে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) ফায়জুর রহমান জানান, গত ১১ এপ্রিল উপজেলার প্রভাকরদী গ্রামের তোতা মিয়ার ছেলে বখাটে লিটন ওই শিশুকে কৌশলে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী একটি গরুর পরিত্যক্ত খামারে নিয়ে ধর্ষণ করে। তখন ওই শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে লিটন পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে থানায় অভিযোগের ভিত্তিতে রবিবার (১৪ এপ্রিল) রাতে লিটনকে আটক করা হয়।

add-content

আরও খবর

পঠিত