আড়াইহাজারে সেনা সদস্যকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছুটিতে আসা এক সেনা সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছে তার ডিভোর্সী স্ত্রীর সজনরা। রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার পাঁচগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানা গেছে, উপজেলার বড় বিনাইরচর গ্রামের নুরমোহাম্মদ ভূঁইয়ার ছেলে শাহেনশা (৩৭) একজন সেনা সদস্য। তিনি নীলফামারীর সৈয়দপুর কেন্টনমেন্টে লেন্স কর্পোরাল পদে কর্মরত। বর্তমানে এক মাসের ছুটিতে তিনি বাড়ীতে আছেন। তার অফিসে জমা দেয়ার জন্য তার এক মাত্র মেয়ে রিফাত তাসনিয়া বুশরা (৬) এর স্কুলে ভর্তির প্রমাণ পত্রের জন্য ওই দিন সকাল ১১ টার দিকে তিনি পাঁচগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে যান। ওই সময় তার ডিভোর্সী স্ত্রী  পাঁচগাঁও সিকদার বাড়ীর তামান্না সিকদার আঁখির পিতা মালেক সিকদার, মামা মনির এবং ২ ভাই তুহিন ও তুরাগ তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্কুলের অফিস কক্ষে আটক করে রাখে। সংবাদ পেয়ে থানার এস আই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। এ ব্যাপারে আহত সেনা সদস্যের ছোট বোন কোহিনুর আক্তার বাদী হয়ে আড়াইাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত, গত প্রায় ২ বছর আগে শাহেনশা ও আখিঁর মধ্যে ডিভোর্স হয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত