নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামে সিএনজির ধাক্কায় মো. জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ২৪শে মে মঙ্গলবার সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই দুলাল হোসেন জানান, আমার ভাই আড়াইহাজার সেনিবাশদি এলাকায় হালিমের ব্যবসা করেন। সকালের দিকে বগাদি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিএনজি সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে এ ব্যবসায়ী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, আমাদের বাসা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সেনিবাশদি গ্রামে। নিহত এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।