নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে আবুল কালাম নামে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার মৃত মিছির আলীর ছেলে। বুধবার (১১ মার্চ) তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এর আগে গত মঙ্গলবার রাতে নরসিংদী জেলার মাধবদী থানার পুলিশের সহযোগিতায় আবদুল্যাহপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওয়ারেন্ট অফিসার এস আই গাজী শামীম হোসেন বলেন, নারায়ণগঞ্জের আদালতে ২০১১ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ২০১৬ সালে আদালত তাকে তিন বছরের দন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। তিনি আরো বলেন, এ ছাড়াও ধৃত ব্যক্তির বিরুদ্ধে দুইটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।